চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছাড় ও প্রণোদনা নিয়ে বেশি আশা না করার পরামর্শ

ধারণার চেয়েও বেশি রাজস্ব সংগ্রহের চাপ নিয়ে বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্যোক্তাদের তাই কর ছাড় কিংবা প্রণোদনা নিয়ে বাড়াবাড়ি আশা না করার পরামর্শ দিয়েছেন তিনি।

সচিবালয়ে প্রাক-বাজেট আলোচনায় মন্ত্রী বলেছেন, বাজেটের পর রপ্তানিতে নগদ সহায়তার বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে।

২০১৫-১৬ অর্থবছরের বাজেট তৈরির কাজ প্রায় গুছিয়ে এনেছে অর্থ মন্ত্রণালয়। তারপরও প্রতিদিনই কোন না কোন খাতের উদ্যোক্তারা দেন-দরবার করছেন অর্থমন্ত্রীর সঙ্গে।

উদ্দেশ্য শেষ সময়ে কিছু সুযোগ-সুবিধা যদি আদায় করা যায়। রোববার সিরামিক উৎপাদক, আসবাব নির্মাতা, পোশাক খাতের আনুষঙ্গিক পণ্য উৎপাদক সমিতি এবং নির্মাণ খাত রিহ্যাব নেতারা বৈঠক করেন অর্থমন্ত্রীর সঙ্গে।

কর ছাড়, আমদানি শুল্ক কমানো, আমদানি নিরুৎসাহিত করতে বাড়তি শুল্ক আরোপ এবং রপ্তানিতে নগদ সহায়তার দাবি ছিলো সবারই। নির্মাণ খাতের উদ্যোক্তাদের দাবি ছিলো, ক্রেতাদের জন্য বিশেষ তহবিল গঠনের।

অবশ্য কোনো খাতের জন্যই উৎসাহিত হওয়ার মতো আশাবাদ ছিলো না মন্ত্রীর কথায়। তবে দেশীয় শিল্পের জন্য সুরক্ষা দেয়ার ব্যাপারে আগের মতোই সতর্ক থাকবেন জানিয়েছেন অর্থমন্ত্রী।