চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘চাল নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে চালের কোন সংকট না থাকলেও একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে বাজার অস্থিতিশীল করে তুলছে। চাল নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই চালের বাজারে অস্থিরতা, হু হু করে বেড়েই চলেছে চালের দাম। পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম কেন বাড়ছে?, এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে খাদ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান মন্ত্রী।

চালের বাজার ঠিক রাখতে রোববার থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে ওএমএস।

খাদ্যমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে ফসলহানিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ঘাটতি মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে। কিন্তু অসাধু একটি সিন্ডিকেট ভীতি ছড়িয়ে উদ্দেশ্যমূলক ভাবে চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, কারা কারা চালের মজুদ গড়ে তুলে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে।

আগামী ১৯ সেপ্টেম্বর মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডেকেছে খাদ্য মন্ত্রণালয়।