চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চার ওপেনারই একাদশে

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস। তাদের পরিচয় ওপেনিং ব্যাটসম্যান। ফর্মে থাকা চার ওপেনারকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

চোট কাটিয়ে ফিরেছেন তামিম। তার সঙ্গী হতে পারেন লিটন। তিনে ইমরুল, চারে সৌম্য। টপ অর্ডারে নতুনত্ব আনায় পাঁচ, ছয়, সাতে খেলবেন যথাক্রমে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

স্পেশালিস্ট সাত ব্যাটসম্যানের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ একাদশে তিন পেসার। বাকি দুই পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়েরর বিপক্ষে সিরিজের সবশেষ ওয়ানডে খেলা দল থেকে বাদ পড়েছেন ৫ ক্রিকেটার। চোট কাটিয়ে সাকিব-তামিম-রুবেল ফেরায় অনুমিতভাবেই একাদশের বাইরে চলে গেছেন নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন আবু হায়দার রনি ও আরিফুল হক।

চার ওপেনার একাদশে রাখার পেছনে মাশরাফী বিন মোর্ত্তজার ভাবনাটাই বাস্তবে রূপ নিয়েছে। যারা রানের মধ্যে আছেন এমন কাউকে বাইরে বসিয়ে রাখার পক্ষপাতী নন অধিনায়ক, সেটি জানান শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই।