চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুর মনোহরখাদী আশ্রয়ণ কেন্দ্রের ছিন্নমূল পরিবার

ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রতিনিধি: ভূমি দুস্যদের অত্যাচারে চাঁদপুর বিষ্ণুপুর চরের মনোহরখাদী আশ্রয়ণ কেন্দ্রের শতাধিক ছিন্নমূল পরিবার বাধ্য হয়ে ঘর ছেড়েছে।ওই আশ্রায়ণ কেন্দ্রের ১শ’ ৬০টি পরিবারের মধ্যে আশ্রয়ণ কেন্দ্র ছেড়ে গেছে ১১২টি পরিবার। বাকী ৪৮টি পরিবার কোনমতে আতঙ্কে দিন কাটাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর চরের মনোহরখাদী আশ্রয়ণ কেন্দ্রে ১৬০টি ছিন্নমূল পরিবারকে ২০১৫ সালে পুনর্বাসন করে সরকার। চাষাবাদ ও গরু ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহের জন্য নানা সুযোগ সুবিধাও দেয়া হয়। কিন্তু ওই এলাকার একটি প্রভাবশালী মহল কোন জমিতে চাষাবাদ ও পশু পালন করতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠেছে।

আতঙ্কে ও অভাব অনটনে আশ্রয়ণ কেন্দ্রের ঘরে তালা দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে। ইতোমধ্যে আশ্রয়ণ কেন্দ্র ছেড়ে গেছে ১১২টি পরিবার।  এর প্রতিকার করতে পারছেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও।

এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট: