চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে বেগুনি রং এর ধান চাষ

বেগুনি রং এর ধান চাষ করে সাড়া ফেলেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক কৃষক।  চলতি বোরো মৌসুমে প্রথমবারের মতো জমিতে বেগুনি ধানের আবাদ করেছেন তিনি। 

ফরিদগঞ্জ উপজেলার কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী নিজের উদ্যোগে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক বেগুনি রং এর পাতা ও কান্ডবিশিষ্ট ধান আবাদ করেছেন।

শুধু গাছই নয়, এ জাতের ধানের চালের রংও বেগুনি। কৃষকের কাছে বেগুনি ধান নামেই পরিচিতি পেয়েছে এ জাতের ধান।

কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী তার এক আত্মীয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করে ২৫ শতাংশ জমিতে বেগুনি ধান আবাদ করেছেন। ধানটির জীবনকাল একশ’ ৪৫ থেকে একশ’ ৫৫ দিন। প্রতি একরে ফলন আসে ৫৫ থেকে ৬০ মণ।

এখন গাছ থেকে ধানের ছড়া বের হতে শুরু করেছে। মাত্র এক কেজি বীজ দিয়ে চারা উৎপাদন করে জমিতে রোপন করেছেন কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: