চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলে গেলেন ‘দ্য গডফাদার’-এর প্রযোজক

‘দ্য গডফাদার’ ও ‘চায়না টাউন’র মতো কালজয়ী সিনেমার প্রযোজক রবার্ট ইভানস মারা গেছেন। গেল শনিবার (২৬ অক্টোবর) বার্ধব্যজনিত কারণেই তিনি মারা গেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রবার্ট ইভানস এর ক্যারিয়ার শুরু হয় ভাইয়ের সঙ্গে দেয়া একটি কাপড়ের ব্যবসা থেকে। অভিনয়ের সুযোগ পেয়ে হাতছাড়া করেননি তিনি। কিন্তু অভিনয়ে সুবিধা করতে পারেননি। এরপর প্যারামাউন্টের হেড অফ প্রোডাকশন হিসেবে কাজ করা শুরু করেন। প্যারামাউন্টের হয়ে তিনি হলিউডের হিট মেশিনে পরিণত হন এবং একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিতে থাকেন।

সাতবার বিয়ে করেছিলেন ইভান। তার স্ত্রীদের তালিকায় আছেন অভিনেত্রী আলি ম্যাকগ্রাও, ক্যাথরিন অক্সেনবার্গ এবং সাবেক মিস আমেরিকা ফিলিস জর্জ।

১৯৯৪ সালে আত্মজীবনী ‘দ্য কিড স্টেইস ইন দ্য পিকচার’ লিখেছিলেন তিনি। ২০০২ সালে এই বইয়ের ওপর একটি ডকুমেন্টারি নির্মাণ করা হয়। -বিবিসি