চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চলতে চলতেই বৈদ্যুতিক গাড়ির চার্জ

নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে সুইডেন। পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি চলাচলের সুবিধার্থে এমন এক রাস্তা নির্মাণ করছে তারা, যেখানে চলতে চলতেই চার্জ হবে এই গাড়ি। ২০৩০ সালের মাঝে দেশটির গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে তারা।

১২ এপ্রিল দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীর প্রথম চার্জের সুবিধাযুক্ত রাস্তার এই তথ্য।

কীভাবে কাজ করে এই রাস্তা? বৈদ্যুতিক গাড়িতে যে ব্যাটারি থাকে, রাস্তায় চলার সময় তাকে রিচার্জ করে এই রাস্তা। এর জন্য ‘কনডাকটিভ চার্জিং’ পদ্ধতি ব্যবহার করা হয়।

সুইডেনের এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ই রোড আরলান্ডা। তারা জানিয়েছে, রাস্তায় বসানো একটি বিদ্যুৎ পরিবাহক রেল দিয়ে চার্জ হয় গাড়ি। যতক্ষণ এই রেলের ওপর গাড়িটি থাকবে, ততক্ষণ একটি যান্ত্রিক হাতল গাড়ির ব্যাটারিকে চার্জ করতে থাকবে।

গাড়ি থেমে গেলে ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। এতে রাস্তার পাশে কোনো চার্জিং স্টেশনের দরকার নেই। ব্যাটারিগুলোও ছোট করে আনা যাবে এবং কমানো যাবে বৈদ্যুতিক গাড়ির নির্মাণ খরচ।