চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘চট্টগ্রামে বিএনপি প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না’

চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে জেলা মনিটরিং সেল’র আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন অভিযোগ করেন, চট্টগ্রামের ১০টি পৌরসভায় বিএনপির প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

প্রতিনিয়ত সরকার দলীয় প্রার্থী-সমর্থকরা হামলা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। গতকাল শনিবার রাঙ্গুনীয় তার গাড়িবহরে হামলার বিবরণ তুলে ধরে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন মীর নাছির।

তিনি বলেন, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে ৫ জানুয়ারির মতো নির্বাচনের নামে সরকার আরেকটি প্রহসনের নাটক মঞ্চস্থ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি সহ অন্যরা।