চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামের পর সিলেটে ‘ভুবনমাঝি’

চট্টগ্রামের পর এবার সিলেটে বিকল্প পদ্ধতিতে মুক্তি পেয়েছে ‘ভুবনমাঝি’ ছবিটি। নগরীর রিকাবী বাজারের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল রোববার থেকে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন বেলা পৌনে ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় ছবিটির প্রদর্শনী হবে।

পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘সবার কাছে ছবিটি পৌঁছে দেওয়ার জন্য আমরা বিকল্প পদ্ধতিতে প্রদর্শনীর ব্যবস্থা করেছি।’

এর আগে চট্টগ্রামেও বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করেন ছবির নির্মাতারা। থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে ৭ থেকে ১২ মার্চ ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

ফাখরুল আরেফীন খান বলেন, ‘শিগগিরই আবারও বড় সময়ের জন্য এই মিলনায়তনে আমরা ছবিটির প্রদর্শনীর আয়োজন করতে পারব। চট্টগ্রামের দর্শকেরা ছবিটি দারুণ ভাবে গ্রহণ করেছে।’

সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ছবি ‘ভুবন মাঝি’তে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান, মামুনুর রশীদ, ওয়াকিল আহাদ প্রমুখ । ছবিটির সহ–প্রযোজক রি​ফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা