চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘূর্ণিঝড় বুলবুল: ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি ও জেডিসি’র ১২ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ নভেম্বরের জেএসসির গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের জেডিসির পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী জেএসসি পরীক্ষা ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। গত ২ নভেম্বর থেকে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দ্বিতীয় দফায় পিছিয়ে গেলো এ পরীক্ষা।

গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

ঘূর্ণিঝড় বুলবুল এখন স্থল নিম্নচাপ হিসেবে বাগেরহাট, খুলনা ও পটুয়াখালি অঞ্চলে অবস্থান করছে। এর ফলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

তাই চারটি সমুদ্রবন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে রোববার সকাল থেকে ‘বুলবুল’ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলের ওপর অবস্থান করছিল।

ঘুর্ণিঝড়টি তার অবস্থান থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুলবুল ক্রমেই আরও দুর্বল হয়ে মাদারিপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে ভারতের ত্রিপুরা অতিক্রম করবে।