চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রিজম্যান তবে বার্সাতেই আসছেন!

পরের মৌসুমেই ন্যু ক্যাম্পে দেখা যাবে অ্যান্থনিও গ্রিজম্যানকে! অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডকে কেনার সকল বন্দোবস্ত সেরে ফেলেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যমজুড়ে চাউর এমন খবর।

গত মৌসুমের গ্রীষ্মকালীন দল-বদলে গ্রীজম্যানের দিকে হাত বাড়িয়েও ফিরিয়ে নিয়েছিল বার্সা। পরে শীতকালীন দল-বদলেও চেষ্টা চলেছে একদফা। সেসময়ে ব্যর্থ হয়ে ২০১৮-১৯ মৌসুমের শুরুতে ফরাসি ফরোয়ার্ডকে দলে টানার ব্যবস্থা একপ্রকার এগিয়ে রেখেছিল কাতালান জায়ান্টরা। তারই প্রতিফলন দেখা যাবে মৌসুম শেষে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউও জানাচ্ছেন, আগামী মৌসুমে গ্রিজম্যানকে দেখা যাবে ন্যু ক্যাম্পে। গত বছরের অক্টোবরে অ্যাটলেটিকো ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি পাকা করার কথা শিকার করেছিলেন তিনি। বার্সাতে আসতে গ্রিজম্যান নিজেও আগ্রহী বলে মত বার্তেমেউয়ের। কিছুদিন আগে বার্সার উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মৌসুমে তাদের সতীর্থ হবেন গ্রিজম্যান।

গ্রিজম্যানের জন্য ১০০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ বেঁধে দিয়েছিল অ্যাটলেটিকো। বার্সা সেই মূল্য পুরোটা পরিশোধ করবে। তাতে উসমানে ডেম্বেলে ও ফিলিপে কৌতিনহোর পর বার্সার তৃতীয় ‘হান্ড্রেড মিলিয়ন ইউরো ম্যান’ হবেন গ্রিজম্যান।

যদি গ্রিজম্যান বার্সাতে নাম লেখান, তাহলে তাকে জায়গা করে দিতে দল ছাড়তে হতে পারে ডেম্বেলেকে। ফরাসি তারকাকে ইতিমধ্যে কেনার আগ্রহ জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।