চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোপালগঞ্জে শিক্ষার্থীদের ওপর ‌‘উপাচার্যের গুণ্ডাবাহিনী’র হামলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে উপাচার্যের ভাড়া করা সন্ত্রাসী ও গুণ্ডাবাহিনী ওই হামলা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা অমান্য করে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে মেয়েদের হল ত্যাগ করতে বাধ্য করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  প্রতিবাদে তারা ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।

গত বুধবার থেকেই উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে ফাতেমা তুজ জিনিয়া নামে এক ছাত্রীকে বহিষ্কার করার পর সমালোচনার মুখে পড়েন উপাচার্য।

বৃহস্পতিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হলেও উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।