চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গুজরাট দাঙ্গার ১৪ বছর পর দোষী সাব্যস্ত ২৪ জন

পুরো ভারতকে কাঁপিয়ে দেয়া গুজরাটের গুলবার্গ দাঙ্গার ১৪ বছর পর ওই ঘটনায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করলেন আহমেদাবাদের স্পেশাল ইনভেস্টিগেশন টিম আদালত। দোষীদের মধ্যে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা অতুল বৈদ্য এবং বিজেপি কর্পোরেটর বিপিন পাটেল।

দোষীদের ১১ জনকে হত্যা এবং বাকি ১৩ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে ৩৬ জনকে বেকসুর খালাস করে দেয়া হয়েছে।

মামলা চলাকালে অভিযুক্ত আরও ৫ জনের মৃত্যু হয়। একজন এখনো নিখোঁজ রয়েছে।

তবে অভিযুক্ত মোট ৬৬ জনের সবার বিরুদ্ধে আনা পরিকল্পিত অপরাধের অভিযোগ নাকচ করে দিয়েছেন আদালত। বলেছেন, এ ধরণের ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গুজরাটের গুলবার্গ এলাকায় মুসলিম বিরোধী সবচেয়ে বড় এই গণহত্যাটি ঘটেছিল ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই সময় গুলবার্গ সোসাইটির আবাসনে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে প্রায় ২০ হাজার মানুষের একটি দল। তাদের হামলায় সাবেক আইন প্রণেতা ও কংগ্রেস সংসদ সদস্য এহসান জাফরি সহ ৬৯ জন নিহত হন।

আগামী ৬ জুন দোষীদের শাস্তি ঘোষণা করবেন আদালত।