চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাবতলীতে বাহুবলী, ডন পাগলু

ঈদের কয়েকদিন আর বাকি। দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে গরু, মহিষ, ভেড়া, ছাগল। ভারত, পাকিস্তান থেকে আসছে গরু, উট, দুম্বা। ভালোবেসে অনেকেই এসব পশুর বিভিন্ন নাম দিয়ে থাকেন। রাজধানীর অন্যতম গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায় ভারতের জনপ্রিয় ছবি ও চরিত্রগুলোর নামানুসারে পশুর নাম। প্রভাসের বাহুবলী, শাহরুখ খানের ডন, দেবের পাগলু, শাকিব খানের ছবি রাজাবাবু থেকে এসেছে এসব নাম। গাবতলী পশুর হাটে বাহুবলী, ডন, পাগলুদের  সাথে কাটানো কিছু সময় দেখুন আলোকচিত্রেঃ

 

প্রায় আড়াই ফিট লম্বা আর বাঁকা শিং এর কারণে তার নাম বাহুবলি।
প্রায় আড়াই ফিট লম্বা আর বাঁকা শিং এর কারণে তার নাম বাহুবলী

 

সামলানো মুশকিল বলে তার মান ডন।
সামলানো মুশকিল বলে তার নাম ডন। গাবতলী হাটে ডনের মূল্য হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

 

উটের সঙ্গে সেলফি হয়ে যাক।
উটের সঙ্গে সেলফি

 

উটের সামনে মানুষের ভিড়। উট এসেছে পাকিস্তান থেকে। মূল্য ডাকা হচ্ছে ১৫ লাখ টাকা।
উটের সামনে মানুষের ভিড়। উট এসেছে পাকিস্তান থেকে। মূল্য হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা

 

পাকিস্তানি দুম্বার দাম তিন লাখ টাকা।
পাকিস্তানি দুম্বার দাম তিন লাখ টাকা

 

কচি ঘাসের মজাই আলাদা।
কচি ঘাসের মজাই আলাদা

ছবিঃ মুহাম্মাদ আসাদুল্লাহ