চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক্যারিয়ারে প্রথমবার শো রুম উদ্বোধন, কারণ জানালেন বুবলী

সিনেমায় পাঁচ বছরের ক্যারিয়ার। তবে কখনোই তাকে কোনো শো রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম কোনো শো রুম উদ্বোধনে দেখা গেল তাকে। বলছি চিত্রনায়িকা শবনম বুবলীর কথা।

এই নায়িকার হাত ধরে যাত্রা শুরু করলো আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুন নামে অভিজাত এক বিউটি সেলুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের বিটিআই সেনট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন বুবলী।

এসময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে।

কেন তিনি শো রুম উদ্বোধনে তার কারণও জানালেন। বললেন, এর আগে একাধিক শো রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।

কিন্তু বুবলীর প্রথম সিনেমা ‘বগসিরি’র প্রযোজক টপি খান যখন আমন্ত্রণ জানালেন, তখন আর না করতে পারেননি শাকিব খানের বিপরীতে সুপারহিরো, পাসওয়ার্ড, বীর সিনেমাগুলোতে অভিনয় করে আলোচনায় আসা নায়িকা বুবলী।

তিনি বলেন, টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ করলেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরি’র প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।

প্রথমবার কোনো শো রুম উদ্বোধনে এলেন বুবলী…

বুবলী আরও বলেন, এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরে বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।

আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনের প্রথম শো রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। দ্বিতীয় শো রুম চালু হলো ফার্মগেটের আইবিএ হোস্টেল সংলগ্ন গ্রিনরোডে।

কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকাপ, পার্টি মেকাপ, ব্লাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেয়া হয় আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনে।