চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোটা সংস্কার: আন্দোলনকারীদের ‘মেরে তাড়িয়ে’ দিলো ছাত্রলীগ

নতুন কর্মসূচি: শনিবার থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও অবরোধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগেই সম্মেলনস্থল দখল করে সেখান থেকে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

আন্দোলনকারীরা বলছেন, শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়।

হামলায় কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাবি ছাত্রলীগ ছাড়াও ঢাকা কলেজের ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় যোগ দেয়। প্রাণনাশের আতঙ্কে বর্তমানে আত্মগোপনে আছেন তারা।কোটা সংস্কার

কোটা সংস্কার আন্দোলনকারীদের যেখানে দেখছে সেখানেই তাদের ওপর হামলা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা ১১টা থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান করছে বলেও জানান তিনি।

বেলা ১২টার দিকে রমনা এলাকার একটি স্থান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে রাশেদ খান বলেন, ‘আমাদের আজকে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর মাধ্যমে আমরা আবার প্রধানমন্ত্রীকে প্রজ্ঞাপন জারির জন্য অনুরোধ করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়ার পর থেকেই আমাদের প্রতি নানারকম হুমকি দেয়া হচ্ছিল।কোটা সংস্কার

আজকে পিস্তল-রামদা নিয়ে আমাদের ওপর হামলা করা হয়। এবং আমাদের আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। তিনি এখন ঢাকা মেডিকেলে ভর্তি।’

রাশেদের অভিযোগ, এ হামলার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকিব হাসান সুইম। তিনিই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার নেতৃত্বেও ছিলেন বলে দাবি করেন তিনি।

আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, তিনিসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি দল শাহবাগ পাবলিক লাইব্রেরি থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় পাবলিক লাইব্রেরির সামনে থাকা কয়েকজন ছাত্রীকেও তারা মেরে আহত করে বলেও তিনি অভিযোগ করেন।কোটা সংস্কার

মাহফুজুর বলেন, ‘দাবি আদায়ের জন্য সারা দেশের ছাত্রসমাজকে রাজপথে নামার আহ্বান জানাই।’

সাধারণ শিক্ষার্থীরাই আন্দোলনকারীদের প্রতিহত করছে: ছাত্রলীগ
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত দাবি করেছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান নিয়েছে।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন কোটা পদ্ধতি থাকবে না, তারপরও একটি দল কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।কোটা সংস্কার

‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা আর তাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু তারা কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয় লাইব্রেরিকে তারা রাজনীতি চর্চার জায়গা বানিয়েছে। এখানে পড়াশোনা বাদ দিয়ে এখন রাজনীতির চর্চা হয়,’ অভিযোগ করেন তিনি।

‘আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। তাই তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে।’

আন্দোলনকারীদের কর্মসূচি
এ হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং অবরোধ চলবে বলে জানিয়েছেন রাশেদ খান।কোটা সংস্কার

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত এপ্রিলে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।

তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা।