চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষ্ণাঙ্গদের কাছে ক্ষমা চাইতে বললেন গার্দিওলা

আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে খেলায় ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে দুদলই একাত্ম হয়ে হাঁটু গেড়ে সম্মান দেখিয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি। পরে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার বলেছেন, এতদিন কৃষ্ণাঙ্গদের প্রতি যেরকম আচরণ করেছে সাদা চামড়ার মানুষ সেটির জন্য তাদের লজ্জিত ও ক্ষমা চাওয়া উচিৎ।

লিগ ফেরার দিনে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড। দুম্যাচেই খেলোয়াড়রা গায়ে জড়িয়ে নেমেছেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি। আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন প্রতিটি দলের অধিনায়ক।

ম্যাচের পর জোরাল ভাষায় সব বর্ণের মানুষের প্রতি সমতা ও অন্তর্ভুক্তির দাবি তুলেছেন গার্দিওলা। সাদা বর্ণের মানুষদের প্রতি তার আহ্বান, ‘সাদা চামড়ার মানুষরা গত ৪০০ বছর ধরে কৃষ্ণাঙ্গদের প্রতি যে আচরণ করেছে, তার জন্য ক্ষমা চাওয়া উচিৎ।’

‘সারা বিশ্বজুড়ে কালো বর্ণের মানুষদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার জন্য আমি লজ্জিত। কেবল আমেরিকাতেই নয়, বিশ্বের সব জায়গায় এ সমস্যা বিদ্যমান।’

গত ২৫মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করতে গিয়ে হাঁটু দিয়ে মাটিয়ে ঠেসে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। প্রায় দশমিনিট ধরে ফ্লয়েডের ঘাড় মাটিতে হাঁটু দিয়ে চেপে রাখেন চাওভিন। একপর্যায়ে ফ্লয়েড শ্বাস নিতে না পারার কথা জানালেও পাত্তা দেননি। ওই অবস্থাতেই মারা যান ফ্লয়েড। পরে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আমেরিকাসহ সারাবিশ্ব।

‘কৃষ্ণাঙ্গদের জন্য আমাদের কোটি কণ্ঠে বার্তা পৌঁছে দেয়া উচিৎ। তাদের প্রতি এতদিন যা করা হয়েছে তার জন্য আমি বিব্রত ও লজ্জিত।’

‘কীভাবে অন্যেরা ভাবে যে কৃষ্ণাঙ্গরা আলাদা? তাদের প্রতি এখন যে অঙ্গভঙ্গি তা এখন ইতিবাচক। তাদের জন্য আমাদের অনেককিছু করতে হবে যা অতীতে কখনো করা হয়নি।’ বলেন গার্দিওলা।