চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কূটনীতিকদের ঐক্যফ্রন্ট বিভ্রান্ত করতে পারবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন: কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেও তাদেরকে ঐক্যফ্রন্টের নেতারা বিভ্রান্ত করতে পারবেন না। কারণ তারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. আব্দুল মঈন খানের বাসায় বুধবার বৈঠক করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউএনডিপির কো-অর্ডিনেটর। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাসদ সভাপতি আ স ম আব্দুর রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন: কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। তারপরেও ঐক্যফ্রন্টের নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে তার জবাব দেবে আওয়ামী লীগ।

এ সময় চাল রপ্তানির সিদ্ধান্ত রয়েছে, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে বিদেশের বাজারে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।