চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাজী রোজীসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৪ জন

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৮ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৪ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

সোমবার বিকালে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

এ বছর পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় কাজি রোজী, প্রবন্ধ ও গবেষনায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, কথা সাহিত্যে মোহিত কামাল, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় আফসান চৌধুরী।

বাংলা একাডেমি সাহিত্য পুরুস্কার বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরুপ প্রদান করা হয়। ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে।

বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।