চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সবচেয়ে কম বয়সে কোটিপতি কাইলি

ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নেয়ার এখন মার্কিন মডেল কাইলি জেনার। মাত্র ২১ বছর বয়সে নিজ যোগ্যতায় তিনি এই রেকর্ড করেছেন। এর আগে এই রেকর্ড ছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। তিনি এই তালিকায় এসেছিলেন ২৩ বছর বয়সে।

‘কাইলি কসমেটিক্স’ নামে নিজস্ব প্রসাধন ব্যবসার মাধ্যমে এই আয় করেছেন কাইলি। মাত্র তিন বছর পুরানো এই ব্যবসা। গত বছর প্রতিষ্ঠানটি আয় করেছে ৩৬০ মিলিয়ন ডলার।

এই খবর জানতে পেরে কাইলি বলেছেন, ‘আমার কোনো প্রত্যাশা ছিল না। ভবিষ্যৎ নিয়েও ভাবিনি। তবে ভাল লাগছে। বিষয়টি অনুপ্রেরণা যোগাবে।’

তালিকায় দেখা গেছে বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি আমাজন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০১৮ সাল থেকে তিনি বিল গেটস হারিয়ে প্রথম স্থান দখলে নিয়েছেন। গত বছরে তিনি আয় করেছেন ১৩১ বিলিয়ন ডলার। তার পুরো সম্পত্তির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলার।

মার্ক জাকারবার্গের আয় কমেছে আগের তুলনায়। গত বছরে তার আয় কমেছে ৮.৭ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় আয় কমেছে তার। সিএনএন