চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলকাতার চার পৌরসভায় তৃণমূলের জয়

বিধাননগর,আসনসোল, চন্দননগর ও শিলিগুড়ি চার পৌরসভা ভোটে তৃণমূলের ধারে কাছেও নেই বিরোধীরা। বিধাননগর পৌরসভায় আবারও বিপুল ভোটে জয় দেখলো তৃণমূল।

বহু এগিয়ে রাজ্যের শাসক দল। এই প্রথম শিলিগুড়ি পৌরসভা দখলের পথে তৃণমূল। কৃষ্ণা নাকি সব্যসাচী, কে হবেন মেয়র, চলছে তাদের মধ্যে জল্পনা-কল্পনা।

আজ সোমবারের আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, বিধাননগর, আসনসোল, চন্দননগর ও শিলিগুড়ি চার পৌরসভা দখলই তৃণমূলের হাতে যাওয়া এখন সময়ের অপেক্ষা। ইতোমধ্যে তিন হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলের নেতা গৌতম দেব।

জানা যায়, বিধাননগরে ৪১ টি ওয়ার্ডের ৩৯টিতে বর্তমানে এগিয়ে রয়েছে তৃণমূল। যেকারণে বিধাননগরে তৃণমূলের ভোটারদের মধ্যে জয়োল্লাস দেখা যায়। রাস্তায় মিছিল ও করতে দেখা যায় ভক্তদের।

তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা এ ব্যাপারে খুশি’।

ইতোমধ্যে গৌতম দেবই শিলিগুড়ির মেয়র হচ্ছেন বলেও ঘোষণা দিয়েছেন মমতা।