চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৩ জনের মৃত্যু

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৫ জন

করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই চীনের বাইরে এর প্রাদুর্ভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

বৃহস্পতিবার করোনা ভাইরাসে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনের একটি হাসপাতালে আক্রান্ত ব্যক্তি মারা যান।

সিএনএন বলছে, বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রে আরো একজন করোনায় মৃতের সংবাদ আসে ওয়াশিংটনের কিং কাউন্টি থেকে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। যার ১১ জন ওয়াশিংটনে এবং ১ জন ক্যালিফোর্নিয়ায়।

ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইরানে মারা গেছেন ১০৮ জন। সাউথ কোরিয়ায় ৪০ জন। ফ্রান্সে ৭ জন। জাপানে ৬ জন। স্পেনে ৩ জন। হংকংয়ে ২ জন। অস্ট্রেলিয়ায় মারা গেছেন ২ জন। থাইল্যান্ড ও তাইওয়ানে মারা গেছেন ১ জন করে। এ ছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরাকে মারা গেছেন ৩ জন।

করোনায় ভুটানে প্রথম আক্রান্তের খবর দিয়েছে সিএনএন। এছাড়াও ফ্রান্সের একজন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৫ জনের বেশি, আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়েছে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের ৩০ কোটি শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

করোনায় আক্রান্ত দেশগুলোকে সহায়তার জন্য ৫০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এই অর্থের মধ্যে ১০ বিলিয়ন ডলার পাবে স্বল্প আয়ের দেশগুলো।