চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনায় পেছালো বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেয়া হলো দশম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার আয়োজকরা উৎসব পেছানোর ঘোষণা দিয়েছেন।

১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু অংশগ্রহণকারী, অতিথি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে পিছিয়ে দেয়া হয়েছে উৎসব।

করোনার কারণে পুরো বিশ্বে পিছিয়ে গেছে অনেকগুলো চলচ্চিত্র উৎসব, কনসার্ট এবং প্রিমিয়ার শো। সিনেমা হল বন্ধ হয়ে গেছে অনেক দেশেই। ফলে সিনেমার ব্যবসায় করোনার প্রভাব পড়েছে। ক্ষতির আশঙ্কায় পিছিয়ে গেছে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যে রোগের কোনো প্রতিষেধক এখনো পাওয়া যায়নি। শতাধিক দেশের লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। যার বেশির ভাগই চীনের। এছাড়াও সাউথ কোরিয়া, ইতালি ও ইরানের পরিস্থিতিও ভয়াবহ।