চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: ফিলিপাইনে ফের লকডাউন

নতুন করে করোনাভাইরাসে প্রকোপ বাড়ায় ফিলিপাইনে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

করোনাভাইরাস নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার পর লকডাউনের ঘোষণা আসে।

বিবিসি বলছে, দুই সপ্তাহের জন্য লুসোন দ্বীপের ম্যানিলা সহ চারটি প্রদেশের লাখ লাখ লোককে বাড়িতে থাকার ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

জুনে কঠোর লকড়াউনে ধীরে ধীরে তুলে দেয়ার পর করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। সংক্রমণের সংখ্যাও লাখ ছাড়িয়ে যায়।

গত রোববার ৫ হাজার ৩২ জন নতুন করে সংক্রমণের রেকর্ড করে। কিছু কিছু অঞ্চলে হাসপাতালগুলোতে রোগীর ধারণ ক্ষমতা ধসে পড়ে ।

এই অবস্থায় দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনার জন্য প্রেসিডেন্ট রোদ্রেগো দুতার্তকে কঠোর লকডাউন জারি করার আহ্বান জানান।

লকডাউনের সময় জরুরি প্রয়োজন যেমন- নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ ক্রয় ও হালকা ব্যায়াম ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ। বন্ধ করা হয়েছে গণপরিবহন ও অভ্যন্তরীণ বিমান চলাচল। রেস্টুরেন্টগুলোও বন্ধ করা হয়েছে।

চিকিতসকরা আশা করছেন, নতুন এই কড়া বিধিনিষেধের ফলে স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বিশ্ব মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পযন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জন মানুষের। আর মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ২৪১ জন।