চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার চার্জ গঠন

টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলার চার্জ গঠন করা হয়েছে।

বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদের আদালতে প্রদীপ ও তার স্ত্রী চুমকি দাশের বিরুদ্ধে এ চার্জ গঠিত হয়। প্রদীপ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সাংবাদিকদের জানান, আদালত আগামী ১৭ জানুয়ারি থেকে এ মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। একই সাথে প্রদীপের জামিন আবেদন নাকচ করে দেয়া হয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশন সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায়ও প্রদীপ অন্যতম অভিযুক্ত।