চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এসে তৃতীয় দিনেই অনুশীলন সুবিধা পাবে উইন্ডিজ

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় এসে তৃতীয় দিনের মাথায় নিজেদের মতো অনুশীলন করার সুবিধা পাবে সফরকারী দেশের ক্রিকেটাররা।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সোমবার বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এমওই তৈরি করা হচ্ছে, আশা করি দ্রুতই সম্পন্ন হবে। এমওই অনুসারে কোভিড প্রোটোকলটা তাদেরকে আমরা জানিয়েছি। তারা সেটাতে সম্মতি দিয়েছে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘ক্যারিবীয়রা এখানে আসার পর আমরা প্রথমদিন, তৃতীয় দিন এবং ৬ষ্ঠ কিংবা সপ্তম দিন করোনা টেস্ট করার চেষ্টা করবো।’

‘তৃতীয় দিন থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। কিন্তু তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত অভ্যন্তরীণ অনুশীলন হবে। বাইরের কোনো সাপোর্ট স্টাফ ছাড়া ওরা নিজেরা নিজেদের মতো কাজ করবে।’

১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে সিরিজে প্রথম দুটি ওয়ানডে হবে। ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩-৭ ফেব্রুয়ারি সেখানে গড়াবে প্রথম টেস্ট।

তার আগে বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ২৮-৩১ জানুয়ারি চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।