চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এমন বিশ্বসুন্দরীদেরকে আরো চাই’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট যাদুশিল্পী জুয়েল আইচ। তার সাথে বিচারকের আসনে আরও ছিলেন মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া বশির কবির।

সেই অনুষ্ঠানকে ঘিরে জুয়েল আইচ শনিবার দুপুরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

ফেসবুকে তিনি লিখেছেন: ‘গতকাল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের গ্রান্ডফিনালে হয়ে গেল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল নঈম। এর পরে চূড়ান্ত প্রতিযোগিতা হবে চীনে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল স্রোতে বাংলাদেশের সাঁতার এবারই প্রথম। বিচারকের আসনে আমার পাশে আরেক বিচারক। অন্যরকম বিশ্বসুন্দরী। সনিয়া বশির কবির। মাইক্রোসফটের বাংলাদেশ প্রধান। বাংলাদেশকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। পেয়েছেন জাতিসংঘ পুরস্কার।

‘আমরা এমন বিশ্বসুন্দরীদেরকে আরো চাই। বেশি বেশি চাই। তবেইতো বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে। তাই নয় কি?’

জুয়েল আইচ একজন প্রখ্যাত যাদুশিল্পীর পাশাপাশি বাঁশী বাদক ও চিত্রশিল্পী। তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ইউনিসেফের দূত হিসেবেও কাজ করছেন।

জুয়েল আইচের ফেসবুক স্ট্যাটাস:

জুয়েল আইচের ফেসবুক স্টাটাস