চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ৪৮ গণমাধ্যমকর্মী পেলেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড

গণমাধ্যমে শিশু অধিকার বিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য ৪৮ জন গণমাধ্যম কর্মীকে সম্মান জানিয়েছে ইউনিসেফ।

রাজধানীর একটি হোটেলে ১২তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাদেরকে সম্মান জানানো হয়।

সম্মানিতদের ক্রেস্ট, পুরস্কারের টাকা এবং সনদপত্র প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি জিডুলা মাসিকু।

ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি বলেন,‘ প্রতিবছরই এই প্রতিযোগিতায় আগের বছরের চেয়ে বেশি আবেদন জমা পড়ছে। যা শিশু অধিকার প্রতিষ্ঠায় আপনাদের একনিষ্ঠতাকে তুলে ধরে’।

২০০৫ সাল থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের পুরস্কার দেয়া হচ্ছে।