চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভিরের জামিন

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তার আইনজীবী এহেসানুল হক জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে ৮ এপ্রিল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

গত ৩১ মার্চ তাসভির উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৩০ মার্চ রাত পৌনে ১১টার দিকে তাসভিরকে তার বারিধারার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

এর আগে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা করা হয়।