চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক স্কুল বালকের সততার গল্প

স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১০ হাজার ইউএস ডলার ভর্তি ব্যাগ তার মালিককে ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের স্কুল বালক রুমি জিইনি।

রুমি জিইনি মাত্র ১৬ বছরের স্কুল বালক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাইস্কুলের ছাত্র সে। স্কুল থেকে ফেরার সময় সে রাস্তায় একটি কালো ব্যাগ দেখতে পায়, ব্যাগটি হাতে নিয়ে হতভম্ব হয়ে যায়। ব্যাগের ভেতরে রয়েছে ১০ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ টাকার বেশি।

ব্যাগের সঙ্গে ব্যাগের মালিকের কোনো যোগাযোগ নম্বর না পেয়ে বাসায় গিয়ে বিষয়টি জানায় তার বাবা মাকে। তার বাবা-মা সান্তা বারবারা কাউন্টি অফিসে ব্যাগটি ফেরত দিয়ে আসেন। সেখানে দায়িত্বরত অফিসার ব্যাগের মালিককে খুঁজে বের করে অর্থসহ ব্যাগটি দিয়ে দেন। ব্যাগের মালিক খুশি হয়ে স্কুল বালক রুমি জিইনিকে ১০০ ডলার উপহার দেন।

রুমি জিইনি বলেন, আমি যদি কিছু টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু হারাতাম তাহলে অবশ্যই আমিও এরকমভাবে ফেরত চাইতাম।