চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইয়োশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

ইয়োশিহিদে সুগাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে জাপানের পার্লামেন্ট।

বুধবার পার্লামেন্টে ভোটে আনুষ্ঠানিকভাবে শিনজো অ্যাবোর উত্তরাধিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুগা।

৭১ বছর বয়সী শিনজো অ্যাবো অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেন। এরপর ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নেতা নির্বাচিত করা হয় অ্যাবোর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সুগাকে।

দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে ইয়োশিহিদে সুগা ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।

নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে থাকেন। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রধান হিসেবে সুগাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবোর নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন। সুগা জাপানের স্ট্রবেরি চাষির ছেলে সুগা একজন প্রবীণ রাজনীতিবিদ। অ্যাবোর নেতৃত্বাধীন সরকারের পুরো সময়জুড়ে মন্ত্রিপরিষদের মুখ্যসচিবের দায়িত্বরত থাকা ইয়োশিহিদে সুগা সরকারের নীতিনির্ধারকের ভূমিকায়ও ছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো অ্যাবের রেখে যাওয়া প্রধানমন্ত্রীত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।