চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ সাইফ

সাতদিন আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন সাইফ হাসান। সাতদিন বাদে দ্বিতীয়বার কোভিড-১৯ টেস্টেও পজিটিভ জাতীয় দলের ডানহাতি তরুণ ব্যাটসম্যান। বিসিবি সূত্রে জানা গেছে এ তথ্য।

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য খেলোয়াড় তালিকায় সাইফের নাম থাকা নিয়ে এখন শঙ্কাই জাগছে। সুস্থ হয়ে উঠলে অবশ্য দুই টেস্ট খেলা ব্যাটসম্যানকে দলে রাখতে চাইবেন নির্বাচকরা।

ঘরোয়া আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ পারফরম্যান্স সাইফকে জায়গা করে দেয় গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, তখন মূল একাদশে জায়গা হয়নি। পরে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সুযোগ পান। গত ফেব্রুয়ারিতে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে একমাত্র টেস্টেও।

অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফের খেলা হবে কিনা তা সময়ই বলবে। বাংলাদেশ দলের লঙ্কা সফর নিয়েই আছে শঙ্কা। ক্রিকেটারদের ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের যে নিয়ম দিয়েছে লঙ্কান বোর্ড, সেটিতে ঘোর আপত্তি বিসিবির। বাংলাদেশ চায় ৭দিন কোয়ারেন্টাইন, সঙ্গে অনুশীলনের অনুমতি। বিসিবির পক্ষ থেকে শ্রীলঙ্কাকে চিঠিও পাঠানো হয়েছে, জবাব মিলতে পারে বুধবার।