চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইভিএমের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: বিএনপি

ইভিএমের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন: বিরোধী দলের মতামত না নিয়ে সরকারের নির্দেশে গায়ের জোরে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন: ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি, ভোট ডাকাতি হয়েছে। জনগণের সমর্থন হারিয়ে বন্দুকের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার।

এসময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বেগম জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান রিজভী।

বিএনপির এই নেতা বলেন: নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। ইভিএম ভোট কারচুপির বড় হাতিয়ার। জাতীয় নির্বাচনের নজিবিহীন কারসাজির পর সিটি নির্বাচনেও সরকারের পক্ষে রায় নিতে ইভিএম ব্যবহারেরর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

রিজভী বলেন: বিনা চিকিৎসায় কারাগারে রেখে বেগম জিয়ার প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত সরকার। প্রাণ নাশের ষড়যন্ত্র থেকে সরে এসে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে।