চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইনিংস বড় করতে না পারার আক্ষেপ

উইকেটে পুরোপুরি থিতু হয়ে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। তার আগে লিটন দাসও ফেরেন বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ নিয়ে। একশর আগেই তিন উইকেট হারানো বাংলাদেশ খুব একটা স্বস্তিতে নেই। 

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেটে ১১৮ রান। ৩৪ বলে ২৫ রান করে শান্ত বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রিনের অফস্পিনে লাইন মিস করে। তার আগে হঠাৎ লাফিয়ে ওঠা বলে কাভারে সহজ ক্যাচ তুলে দেন লিটন। ৩১ বলে করেন ২৬ রান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।

দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার।

অনুশীলনে চোট পাওয়ায় টাইগার একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। টি-টুয়েন্টি পর ওয়ানডে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও খেলেননি কোনো ম্যাচ।