চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

উইলিয়ামসন-নিকোলসের ডাবলে কিউইদের রানের পাহাড়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয়টিতেও দুর্দান্ত নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের দুই ডাবল সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৮০ রান তুলেছে কিউইরা। রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক টিম সাউদি।

জবাবে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ২ উইকেটে ২৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।

ওয়েলিংটন টেস্টে শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আলোকস্বল্পতার কারণে প্রথম দিন মাঠে গড়িয়েছিল ৪৮ ওভার। আগের দিনের ২ উইকেটে ১৫৫ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে প্রথম দুই সেশন কাটিয়ে দেন দুই মিডল অর্ডার ব্যাটার উইলিয়ামসন ও নিকোলস। অনবদ্য ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। সেঞ্চুরির পর টেস্টে আট হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ৩২ বর্ষী ডানহাতি ব্যাটার।

দিনের দ্বিতীয় সেশনে রানের গতি বাড়ান নিকোলস ও উইলিয়ামসন। এ সময় টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরির তুলে নেন বাঁহাতি এ ব্যাটার। দুর্দান্ত ফর্মে থাকা উইলিয়ামসন শতককে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।

দ্রুত রান তুলতে গিয়ে প্রবাথ জয়াসুরিয়ার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। ২৯৬ বলে ২১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ২৩টি চার, ২টি ছক্কায়। দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড আগেই গড়া উইলিয়াসন নিজেকে তুললেন আরও উচ্চতায়।

উইলিয়ামসন আউট হওয়ার আগে ৩৬৩ রানের জুটি গড়েছিলেন নিকোলসের সঙ্গে। উইলিয়ামসনের বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ড্যারেল মিচেল। ১৭ রান করেন আউট হন তিনি।

টানা ১৫ ইনিংসে ৫০ পেরোতে না পারা নিকোলস লঙ্কানদের বিপক্ষে তুলে নিলেন ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি। বাঁহাতি এই ব্যাটারের ৫৪ টেস্টের ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি। ১৫টি চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন দুইশ ছুঁয়ে। তাকে সঙ্গ দেয়া টম ব্ল্যান্ডেলের ব্যাট থেকে আসে ১৭ রান।

শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা ২টি উইকেট শিকার করেন। ধনঞ্জয়া ডি সিলভা ও জয়াসুরিয়া নেন একটি করে উইকেট।

৫৮০ রান তাড়া করতে নেমে দলীয় ১৩ রানের মধ্যেই ওপেনার ওশাদা ফার্নান্দোকে হারায় শ্রীলঙ্কা। ৩২ বলে ৬ রান করে ম্যাট হেনরির বলে আউট হয়ে ফিরেন তিনি। এরপর দলীয় ১৮ রানে কুশল মেন্ডিসকে ফেরান ডগ ব্রেসওয়েল। শূন্য রানে আউট হন তিনি।