চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আল সাদের কোচ হলেন জাভি

বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন দেখেন? কিছুদিন আগে এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, দৌড়ানোর আগে আমি হাঁটতে শিখতে চাই। জাভি হার্নান্দেজ সেই হাঁটা শুরু করতে যাচ্ছেন। মঙ্গলবার জাভিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কাতারের ক্লাব আল সাদ।

বার্সেলোনা ছাড়ার পর গত চারবছর আল সাদের হয়ে মাঠ মাতান জাভি। এবার ক্লাবটির সঙ্গে নতুন করে আরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নতুন ভূমিকায়।

আগামী ১৪-২৯ জুলাই স্প্যানিশ শহর জিরোনায় প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেবে আল সাদ। নতুন ভূমিকায় জাভির যাত্রা সেখানেই। কোচিং সঙ্গী হিসেবে সার্জিও ওরিয়ল, ইভান তোরেস, অস্কার হার্নান্দেজ, হোসে ম্যানুয়েল, ডেভিড বার্থস ও সার্জিও গাসিয়াকে পাচ্ছেন জাভি।

বার্সেলোনায় সফল ক্যারিয়ার শেষে ২০১৫ সালে আল সাদে যোগ দেন জাভি। কাতারি ক্লাবটির হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে গত সপ্তাহে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম কারিগর।