চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ ভ্যাকসিন নিলেন ১ লাখ ৩৮ হাজার জন

দেশে মঙ্গলবার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ১ লাখ ৩৮ হাজার ৪৬৬ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২৯৩ জনকে। ফাইজারের ৬ হাজার ৭১৪ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬৩ ডোজ (প্রথম ডোজ)। মর্ডানার ২৬ হাজার ৬৯০ ডোজের (প্রথম ডোজ) ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৮ হাজার ১২০ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৬২ লাখ ৫৬ হাজার ৩০৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৯৬ লাখ ৫৮ হাজার ২৯১ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।