চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আগুয়েরো এখন ফুটবলই ভয় পান

প্রিয় বন্ধু লিওনেল মেসির সতীর্থ হতে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সায় এসেছিলেন সার্জিও আগুয়েরো। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে গেলে স্বপ্নপূরণ হয়নি আগুয়েরোর। উল্টো হৃদরোগজনিত কারণে ফুটবলকেই বিদায় বলতে হয়েছে। সম্প্রতি ফুটবল সম্পর্কে ভীতির কথা জানালেন ৩৩ বর্ষী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

‘আমি খেলতে চাই, তবে এখন ফুটবলকে ভয় পাই। সারাজীবন বড় প্রতিযোগিতায় অংশ নিতে কঠিন অনুশীলন করে এসেছি। আর এখন ভয় করে। ফুটবল খেলা ও এ নিয়ে কোনো নিউজও পড়ি না।’

কাতার বিশ্বকাপে মেসির সতীর্থ হতেন নিশ্চিতভাবেই। অনিয়মিত হৃৎস্পন্দনে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকায় ডাক্তারের পরামর্শে বিদায় নিতে হয়েছে মাঠের খেলা থেকে। খেলায় না থাকলেও মাঠে বসে উত্তরসূরিদের সাহস যোগাতে কাতার বিশ্বকাপে থাকতে চান আগুয়েরো।

‘মাঝে মাঝেই খেলায় ফিরে আসার কথা মাথায় আসে। তবে ডাক্তার বলেছে আমি ভাগ্যবান যে, এখনো হার্ট অ্যাটাক হয়নি। আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়ে সবসময় আমাকে ফিরে আসতে বলেন। আমি বিশ্বকাপে ছেলেদের সাথে থাকব। উত্তেজনাকর পরিস্থিতিতে তাদের দিকনির্দেশনা দেবো।’

ম্যানসিটি থেকে বার্সায় এসে ২০২১ সালের ডিসেম্বরে ফুটবল থেকে বিদায় নেন আর্জেন্টাইন তারকা।