চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগামীকাল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান

আগামী ১৭ ডিসেম্বর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০ প্রদান করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চ্যানেল আই কর্তৃপক্ষ।

এ বছর বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাে. মনােয়ার হােসেনকে এই সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মাে. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, এম.পি., পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হােসেন চৌধুরী, এমপি, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মাে. মােস্তফা কামাল।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মাে. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মাে. আমীর হােসাইন চৌধুরী।