চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মুক্তির ৮ দিন আগে চূড়ান্ত হলো ৪৪ প্রেক্ষাগৃহ!

২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘মৃধা বনাম মৃধা’

নতুন সিনেমা কতো হলে মুক্তি পাচ্ছে, সাধারণত মুক্তির দু-এক দিন আগে সেটা জানান সিনেমা পরিবেশনের সঙ্গে জড়িতরা! তবে ব্যতিক্রম দেখালো সিয়াম-নোভা অভিনীত মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র পরিবেশক।

মুক্তির এক সপ্তাহ আগেই চূড়ান্ত হলো ‘মৃধা বনাম মৃধা’র হল তালিকা। এই সিনেমার পরিবেশক অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর সিয়াম ও নোভা অভিনীত এ সিনেমাটি একযোগে ৪৪টি সিনেমা হলে প্রদর্শীত হবে। পরে টফি অ্যাপের অরিজিনাল হিসেবে টফি অ্যাপে মুক্তি দেয়া হবে।

অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। মামুন বলেন, সিনেমা হলে মুক্তির কিছুদিন পর টফি অ্যাপে মুক্তি দেয়া হবে। এই অ্যাপটি আগামী বছর থেকে নিয়মিত কনটেন্ট তৈরি করবে।

বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম-নোভা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।

ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং, শেষ হয় সেপ্টেম্বরে। ১২ ডিসেম্বর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। পাশাপাশি সেন্সর বোর্ড থেকে প্রশংসা অর্জন করে। পরিবারের বিভিন্ন গল্প ও সম্পর্কের অবক্ষয়সহ নানা দিক উঠে এসেছে এতে।

সিয়াম বলেন, এই সিনেমার গল্পের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।