চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইসিসিতে মেসি থাকছেন, নেই রোনালদো

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) বার্সায় মেসি থাকলেও রিয়ালের হয়ে মাঠে নামবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রাক মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

কনফেডারেশনস কাপের সময় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগেই রাশিয়া ছাড়েন রোনালদো। যমজ সন্তান দেখতে দেশে ফেরেন তিনি।

আমেরিকা সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জিদান। ২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের। বার্সার বিপক্ষে ক্লাসিকো ২৯ জুলাই। রোনালদোহীন সেই রোমাঞ্চ দেখতে হবে আমেরিকার দর্শকদের।

সিআর সেভেন না থাকলেও করিম বেনজেমা, গ্যারেথ বেল, টনি ক্রুজদের নিয়ে মাঠে নামবে রিয়াল।

বার্সার প্রথম ম্যাচ ২২ জুলাই, জুভেন্টাসের বিপক্ষে। মেসির সঙ্গে সুয়ারেজ, নেইমারকে নিয়েই আমেরিকা উড়াল দিচ্ছে দলটি।

বার্সার অন্য তারকারা থাকলেও মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন থাকছেন না। জার্মানিকে কনফেডারেশনস কাপ জিতিয়ে দেশে ফিরেছেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে দেরি হবে তার।