চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশুদের সঙ্গে সমুদ্রে সাঁতার ‘প্রতিযোগিতা’য় ভয়ঙ্কর হাঙ্গর

পশ্চিম অস্ট্রেলিয়ার রেড ব্লাফ সমুদ্রে স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীদের সঙ্গে ভয়ঙ্কর ৪০০ হাঙ্গরের সাঁতার কাটার প্রায় এক বিরল ঘটনা ঘটেছে। আর আতঙ্ক সৃষ্টিকারী এই দৃশ্য ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। দৃশ্য ধারণ করেছেন ফটোগ্রাফার শন স্কট।

শন স্কটের ধারণ করা ভিডিওতে দেখা যায়, সমুদ্রতীরে শিশুরা বডিবোর্ড নিয়ে সাঁতার কাটছিল। ঠিক তাদের দুই থেকে তিন মিটার দূরেই চুপি চুপি সাঁতার কাটছিল কয়েকটি হাঙ্গর। এই দৃশ্য দেখে ভয়ে চমকে ওঠা স্কট ভালো করে খেয়াল করলেন ওইসময় স্কুল শিক্ষার্থীদের কাছাকাছি শত শত হাঙ্গর সাঁতার কাটছে।

শন স্কট বলেন, ‘আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, হাঙ্গরগুলো মানুষের এতো কাছে আসতে পারে এবং সেগুলো আকারেও ছিল অনেক বড়।’

হাঙ্গর
শিশুদের খুব কাছেই ছিল হাঙ্গরগুলো
হাঙ্গর
এলোমেলো ঘুরছে কয়েকশ হাঙ্গর

সূত্র: ডেইলি মেইল