চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অবশেষে লেডেকির সোনার হাসি

অবশেষে সোনার হাসি ছড়িয়েছে কেটি লেডেকির মুখে। মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রথম হয়েছেন তিনি। টোকিও অলিম্পিক দিয়েই ইভেন্টটি যুক্ত হয়েছে গেমসে।

২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু লেডেকি ২০০ মিটার ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে আলো ছড়াতে পারেননি। বুধবার টোকিওয় ১৫০০ মিটারে সবটুকু আলো কাড়লেন। ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন সাঁতার শেষ করতে। এই ইভেন্টের বিশ্বরেকর্ড তারই দখলে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

১৫ বছর বয়সে ২০১২ সালের অলিম্পিকে অভিষেকের পর লেডেকির এটি ষষ্ঠ পদক, অভিষেকে লন্ডন অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছিলেন। টোকিওতে ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জিতেছেন।

লেডেকির স্বদেশি এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা এনেছেন। ব্রোঞ্জ গেছে জার্মানিতে, সারাহ কোহলের ১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে তৃতীয় হয়েছেন।