চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপহৃত ৩০০ নাইজেরিয়ান স্কুলছাত্রী মুক্ত

অপহরণ হওয়া নাইজেরিয়ার ৩০০ স্কুলছাত্রীর মুক্তি মিলেছে। মঙ্গলবার তারা মুক্তি পেয়েছে বলে জানায় বিবিসি।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীদের হাতে অপহরণের শিকার হয় তারা। স্কুলটি নাইজেরিয়ার জামফারা রাজ্যে অবস্থিত।

পুলিশ প্রথমে জানায়, ওই স্কুল থেকে ৩১৭ জন ছাত্রীকে অহপরণ করে বন্দুকধারীরা। এরপর তাদেরকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। তবে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ২৭৯ জন অপহরণের শিকার হয়েছিলো। তাদেরকে ছেড়ে দিয়েছে বন্দুকধারীরা।

অপহরণ থেকে মুক্ত হওয়া এক ছাত্রী জানায়, তাদের অধিকাংশই আহত হয়েছে। তারা ঠিকভাবে হাঁটতে পারছে না।

কর্তৃপক্ষ বলছে, সমঝোতার ভিত্তিতে অপহরণকারীদের কাছ থেকে স্কুল ছাত্রীদের মুক্ত করা হয়েছে। তারা নিরাপদে আছে।

স্কুলছাত্রীদের মুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারী।