চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনিশ্চিত ভবিষ্যতের সামনে মরকেল

একে ফাস্ট বোলার। তার উপর বয়স হয়ে গেছে ৩২! সামনে বিশ্বকাপ। এই অবস্থায় দল তাকে নিয়ে কী ভাবছে তাও জানেন না। তাই ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সাউথ আফ্রিকান পেসার মরনে মরকেল।

এখন অবস্থা যাই হোক ক্রিকেট ক্যারিয়ার আরও লম্বা করতে চান মরকেল ভাইদের ছোটজন। তাই ওয়ানডে ছেড়ে দিয়ে শুধু টেস্টেই মনোযোগ দিতে চান তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এখন পর্যন্ত ৭৬টি টেস্ট, ১১২টি ওয়ানডে এবং ৪১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বয়স ৩২ হয়ে যাওয়ায় ক্যারিয়ার অনেকটা শেষের দিকেই দেখছেন তিনি। দলের ২০১৯ বিশ্বকাপ পরিকল্পনায় আছেন কিনা সেটাও অনিশ্চিত।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে সাউথ আফ্রিকা দল। সেখানে টেস্ট সিরিজে খেলছেন মরকেল। ভবিষ্যৎ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি জানি না। এই সিরিজ শেষ হোক। আমি বোর্ডের সঙ্গে কথা বলব এবং দেখব তারা আমাকে নিয়ে কি ভাবছে।’

মরকেল বলেছেন, ‘এই দলে খেলতে আমি ভালবাসি। আমার এখন প্রথম কাজ এই সফরে মন দেয়া। এরপর ফিরেই দেখা যাবে সামনে কি করব।’

চলতি টেস্ট সিরিজে দারুণ বল করছেন মরকেল। ১-১ সমতায় থাকা সিরিজের প্রথম দুই টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি।