চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন।

তিনি বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। হতাহতের সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দেবাশিষ বর্ধন বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। হাই-রাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব উপকরণ নিয়ে কাজ করে যাচ্ছি।

সন্ধ্যার সময়ও আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে ভবনের ওপরে আকাশে হেলিকপ্টারের টহল এবং বালি, গ্যাস ও পানি দিতে দেখা যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার কাজ করে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।