চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অক্টোবরের এওয়ার্ড সেরিমনিতে স্মরণ করা হবে প্রিয়ককে

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাংলাদেশি চিত্রগ্রাহক ফারুক হোসেন প্রিয়ক ও তার পরিবারকে ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’-এ স্মরণ করা হবে। শুক্রবার এসআইপিএ’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়: ১২মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত চিত্রগ্রাহক ফারুক হোসেন প্রিয়কের এ বছর এসআইপিএ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহণ করার কথা ছিলো। ওই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করার কথা উল্লেখ করে ফেসবুকে শেষ স্ট্যাটাস দেন তিনি।

লুকা ভেন্টুরি সাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়: ‘আপনার এই দুঃসংবাদ আমাদের ব্যথিত করেছে। আপনি আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন।আমরা এসআইপিএ পরিবার আপনার সঙ্গে সরাসরি সাক্ষাত করতে পারলাম না। আমাদের খুব আশা ছিলো আপনার কন্যা এবং স্ত্রীর সঙ্গে সাক্ষাত করবো। কিন্তু দুঃখের ব্যাপার, এটা সম্ভব হলো না। তবে ১৭ অক্টোবর আপনার পছন্দের ফটোগ্রাফির অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’