চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৫০ বছরের আলোচিত ১০ ছবি

আলোকচিত্র ধারণের আবিষ্কার পৃথিবীকে পাল্টে দিয়েছে, দিয়েছে নতুন ভাষা। একটি ছবিই হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষ্য। বাংলাদেশে এমন অনেক আলোকচিত্র রয়েছে যা একবার দেখলেই মুহূর্তে টেনে নিয়ে যায় ইতিহাসের পাতায়।

১৯ অগাস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ১০টি আলোকচিত্র এবং তাদের সংক্ষিপ্ত প্রেক্ষাপট পাঠকদের জন্য:

 

Bkash July
ছবিটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের। পাকিস্তানের স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে মুক্তিকামী বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিবাদের প্রতীক হয়ে আছে এই ছবিটি। আলোকচিত্রী: রশীদ তালুকদার

 

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। যে ভাষণের পর জেগে ওঠে কোটি স্বাধীনতাকামী জনতা। এই ছবিটিও রশীদ তালুকদারের।

 

Reneta June
১৯৭১। বাংলাদেশ থেকে দলবেঁধে শরণার্থী যাচ্ছে কলকাতায়। আলোকচিত্রী: রঘু রাই

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সিঁড়িতে বঙ্গবন্ধুর মৃতদেহ। ছবিটি ধারণ করেছেন দৈনিক বাংলার ওই সময়ের ফটো সাংবাদিক গোলাম মওলা।

 

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর মার্কিন সংবাদ সংস্থা এপি’র আলোকচিত্রী পাভেল রহমান এই ছবিটি তুলেছিলেন। নূর হোসেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে মিছিলে অংশ নেন। ঐদিনই পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন।

 

১৯৮৮ সালের ভয়াবহ বন্যা। আলোকচিত্রী: শহিদুল আলম (দৃক)

 

হাস্যোজ্জ্বল দুই নেত্রী। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হওয়ার পর দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। বঙ্গভবনে সেই শপথ অনুষ্ঠানে ছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনার সেই উত্তাল আন্দোলনের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। ছবিটি তুলেছেন ইউসুফ সা’দ।

 

২০১২ সালের ৯ ডিসেম্বর। হরতালবিরোধী ছাত্রলীগের মিছিল থেকে হামলার শিকার হয়ে নিহত হন নিরীহ পথচারী বিশ্বজিৎ। বিচারিক আদালতে আট জনের মৃত্যুদণ্ড হলেও উচ্চ আদালতে দুই জনের মৃত্যুদণ্ড বহাল থাকে।

 

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের বিচারে কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিলে সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামে সাধারণ মানুষ। শাহবাগের গণজাগরণের এই ছবিটি তুলেছেন অভিজিৎ নন্দী।

 

শেষ আলিঙ্গন।  ২০১৩ সালের সাভারের আট তলা রানা প্লাজা ভবনের ধ্বংসস্তুপের মধ্যে দুই জনের আলিঙ্গনের সাথে মৃত্যুবরণের একটি আলোকচিত্র। এটি আলোকচিত্রী তাসলিমা আখতারের তোলা অসামান্য এক ভয়াবহতার দলিল। যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এটি টাইম ম্যাগাজিনের “শীর্ষ ১০ চিত্র  ২০১৩ ” এর মধ্যে নির্বাচিত হয়।
Labaid
BSH
Bellow Post-Green View