চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবিকতার নামে কেউ যেন ব্যবসা না করে

আবার একটি বড় বন্যার মুখে পড়েছে দেশ। গত ৭৫ থেকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পানি ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তা অববাহিকায়। উজানের সেই পানিই নেমে আসছে নদ-নদী ছাপিয়ে। প্রতিদিনই বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এখন পর্যন্ত দেশের ১৩৩টি উপজেলা, ৪৩টি পৌরসভা, ৮৫৫টি ইউনিয়ন এবং ৫ হাজার ৪৬৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৬ লাখ ১৮ হাজার ৭০৯ হেক্টর ফসলী জমি, ১৪ হাজার ৭৩৭টি ঘরবাড়ি পুরোপুরি এবং ২ লাখ ৪৭ হাজার ৮২৬টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর স্কুলঘর ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ৩ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিতে ডুবে, সাপের কামড়ে মারা গেছে  শতাধিক মানুষ। এই অবস্থায় দেশের কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে; আবার কোথাও অবনতিও দেখা যাচ্ছে। এরইমধ্যে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, জামালপুর, ময়মনসিংহসহ বন্যা আক্রান্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা গেছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসানের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন নানাভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরাও মনে করি, এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা। তবে খেয়াল রাখতে হবে, সেই মানবতাকে কেউ যেন ব্যবসা না বানাতে না পারে। সরকারি যে ত্রাণ বন্যার্তদের জন্য ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে তা যেন হরিলুট না হয়, তেমনি বেসরকারি উদ্যোগে যেন এটা কারো বিশেষ ‍উদ্দেশ্য পূরণের হাতিয়ার না হয়। আমরা আগেও দেখেছি, এমন পরিস্থিতিতে সরকারি বা অন্যান্য উৎস থেকে অনেক সাহায্য আসে। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে দেখা যায় কোন এলাকায় প্রচুর ত্রাণ দেয়া হয়েছে; আবার অন্য এলাকার মানুষ কিছুই পায়নি। আবার দেখা যায়, যারা নিজেদের উদ্যোগে সাহায্য তুলে শখের ত্রাণ কাজে যান; তারা শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত এমন এলাকাতেই ত্রাণ দিয়ে থাকেন। সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকা উপেক্ষিত থেকে যায়। তাই ত্রাণ সহায়তা যেন সব এলাকার মানুষ সমানভাবে পায় সেদিকেও সবাইকে নজর দিতে হবে। আমরা জানি, এরকম কাজের জন্য বিশেষ মেকানিজমও দরকার, যা আমাদের নাই। এক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো সহায়ক হতে পারে। এতে ত্রাণের আওতা বাড়ার পাশাপাশি বেশি সংখ্যক বন্যাদুর্গত মানুষ সাহায্য পাবে বলে আমরা আশা করি।