চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাওয়ার প্লেতে রানের গতি মন্থরই থাকল

KSRM

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলতে পারেনি বাংলাদেশ। ৬ ওভার পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। লিটন দাস ১৪ এবং সাকিব আল হাসান রানের খাতা না খুলে ক্রিজে আছেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মুনিম শাহরিয়ার ও নাঈম শেখ। প্রথম ওভারে ফজলহক ফারুকির বলে চার মেরে রানের খাতা খোলেন মুনিম।

অফস্টাম্পের উপরে থাকা ফুলার লেন্থের বল দারুণভাবে কভার দিয়ে সীমানা ছাড়া করেন ২৩ বর্ষী ডানহাতি ব্যাটার।

প্রথম ওভারে ৬ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ওভারে নিতে পারে ৪ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই ফারুকির বলে লেগ বিফোরে কাটা পড়েন নাঈম। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হন আফগানরা। ৫ বলে ২ রান করে নাঈম ড্রেসিংরুমে ফেরেন।

চতুর্থ ওভার করতে আসা মুজিব উর রহমানের প্রথম দুই বলে চার মেরে মুনিম সম্ভাবনার জানান দেন। প্রথমে স্লগ সুইপ, পরে ফাইন লেগ দিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। পরের চার বল যদিও ডট দেন।

রশিদ খান বল হাতে নেন পঞ্চম ওভারে। তার ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মুনিম। রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি। ১৮ বলে ৩ চারে করেন ১৭ রান।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View